কক্সবাজারে খেলাফত মজলিসের দায়িত্বশীল সমাবেশ
- কক্সবাজার অফিস
- ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২১
খেলাফত মজলিসের নায়েবে আমির ও ইউরোপ জোনের পরিচালক অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ বলেন, খেলাফত মজলিস এ দেশের রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টির পাশাপাশি আল্লাহর জমিনে একামতে দ্বীনের কাজ করে যাচ্ছে। যা প্রত্যেক ঈমানদার মুসলমানদের জন্য এক মহা গুরুত্বপূর্ণ এবাদাত।
আগামী ২৮ ডিসম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত শনিবার কক্সবাজার শহরের স্থানীয় একটি হলরুমে খেলাফত মজলিস কক্সবাজার জেলা সহসভাপতি মাওলানা জুনায়েদ মাহমুদ শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজীর পরিচালনায় এ সমাবেশ বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের সহ-আইন সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো: শায়খুল ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা