২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে এনডিএফের কমিটি গঠন

-

ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সিলেট জেলা শাখার ৩৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সারকে সভাপতি, ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: ইকবাল আহমদকে সাধারণ সম্পাদক, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা: হোসাইন আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ডা: মো: ফজলুল হক সোহেলকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম সম্পাদক ডা: মহিবুর রহমান জুয়েল ও ডা: আব্দুর রউফ মুন্না, কোষাধ্যক্ষ ডা: জহির আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডা: আব্দুল হাই মিনার, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ডা: চৌধুরী ফয়জুর রব জুবায়ের, সমাজসেবা সম্পাদক ডা: গোলাম মাওলা, অফিস সম্পাদক ডা: আহমদ মাসুম হাসান লস্কর, প্রচার সম্পাদক ডা: আশিক আওয়াল চৌধুরী, পাঠাগার ও গবেষণা সম্পাদক ডা: আওলাদ হোসেন, মহিলাবিষয়ক সম্পাদিকা ডা: নাজমা বেগম, লিগ্যাল এফেয়ারস সম্পাদক ডা: তাওহীদ চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ডা: আব্দুস সালাম টিটু।

 


আরো সংবাদ



premium cement