২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন : সাখাওয়াত হোসেন বকুল

-

নরসিংদী-৪ আসনের (বেলাব-মনোহরদী) ৩ বারের নির্বাচিত বিএনপি দলীয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন, বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের ৫টি আঞ্চলিক অফিস উদ্বোধনের মাধ্যমে আগামী নির্বাচনের যাত্রা শুরু করলাম।
গত শনিবার বেলা ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ অফিস উদ্বোধন ও পথ সভায় সভাপতিত্ব করেন বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন শাখের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান আক্তার, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা। উদ্বোধনকৃত অফিসগুলো হচ্ছে- বীর বাগবের নতুন বাজার, বাজনাব বড়িবাড়ি, শিমুলতলী বাজার, হাড়িসাংগান বাজার এবং নাগের বাজার।

 


আরো সংবাদ



premium cement