আদমদীঘিতে কৌশলে সড়কের গাছ মেরে ফেলার অভিযোগ
- আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রোপণকৃত তালগাছ ও ইউক্যালিপটাসসহ বিভিন্ন জাতের গাছ একটি মহল কৌশলে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে জায়গা দখল ও মরা গাছগুলো কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ কিংবা বন বিভাগ বিষয়টির কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
জানা য়ায়, আদমদীঘি উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউনিয়নের আওতায় সরকারি রাস্তায় সরকারিভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও বন বিভাগ কর্তৃক তালগাছ, ফলজ ও বনজ বিপুল পরিমাণ গাছ লাগিয়ে বনায়ন করেছে। বিশেষ করে বজ্রপাত সহনীয় লাখ লাখ টাকা খরচ করে রোপণ করা তালগাছগুলো অনেক বড় হয়েছে।
বগুড়া-নওগঁাঁ মহাসড়কের আদমদীঘির কোদবাবুর থেকে ডুমুরী গ্রাম হয়ে নসরতপুর বাজার অভিমুখী রাস্তায় লাগানো বড় আকারের জীবন্ত কয়েকটি তালগাছ জনৈক নাসির নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাসার সামনে সরকারি রাস্তার জায়গা দখল ও কৌশলে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, নাসির নামের ওই ব্যক্তি তালগাছ কৌশলে মেরে ফেলার বিষয়টি অকপটে স্বীকার করেছে। নাসির জানায়, অনেকেই তালগাছসহ অন্যান্য গাছ মেরে ফেলে নিয়ে যায়। তাদের বেলায় কোন অভিযোগ নেই শুধু আমার বাসার সামনে দু’টি তালগাছ মরে যাচ্ছে এ নিয়ে কথা কেন। সরকারিভাবে তদন্ত এলে জবাব দেয়া হবে। বন বিভাগের কর্মকর্তা আক্তারুজ্জামান জানান তদন্ত করে ব্যবস্থা নেয় হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা