বগুড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
- বগুড়া অফিস
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বগুড়া শহরে দিনের বেলায় যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কলোনি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত তারেক (৪০) শহরের মালগ্রাম চাপড়পাড়ার আলী আজমের ছেলে এবং কলোনি এলাকায় মালিয়া এন্টারপ্রাইজের ম্যানেজার হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক শনিবার নিজ বাসা থেকে টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেয়ার উদ্দেশ্যে বের হলে অজ্ঞাত দুষ্কৃতকারীরা চাকু দিয়ে তার হাত ও পায়ে আঘাত করে তার ১০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। পরিবার থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা