২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শ্রমিকের অধিকার নিশ্চিত হবে : রফিকুল ইসলাম খান

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে। তখন অধিকারের জন্য রাজপথ লড়াই করতে হবে না। পতিত ফ্যাসিস্ট সরকার শ্রমিকদের ঘাড়ে পা রেখে নিজেদের স্বার্থ হাসিল করেছে। শ্রমিকের ঘামে ভেজা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বড় করেছে। কিন্তু বাংলার শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন করেনি। জনগণ যদি জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনা করার সুযোগ দেয় তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে।
শুক্রবার রাতে উপজেলার সিআরবিসি চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটিকুমরুল ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লবের কথা স্মরণ করে জামায়াত নেতা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শ্রমিকরা বুক চিতিয়ে লড়াই করেছে। স্বৈরাচারের গুলির সামনে তারা পালিয়ে যাননি। তার প্রমাণ হলো সরকারের সব বুলেট শ্রমিকদের বুকে লেগেছে পিঠে লাগেনি। দেশের স্বার্থে, জাতির স্বার্থে শ্রমিকরা যে সত্যিকারের দেশপ্রেমিক তা তারা বারবার প্রমাণ করেছেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটিকুমরুল ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলী, হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রাকিবুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সলঙ্গা থানা সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আল-আমীন মণ্ডল প্রমুখ।


আরো সংবাদ



premium cement