২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আওয়ামী স্বৈরশাসনের সময় স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করা হয়েছে : ড্যাব মহাসচিব

-

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব ডা: আব্দুস সালাম বলেছেন, আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ড্যাব সে ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। পতিত সরকার সাড়ে ১৫ বছর জনগণের বুকের উপর পাথর চেপে বসেছিল। মীর মুগ্ধসহ জুলাই বিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে মানুষ আজ মুক্ত। সবাই কথা বলতে পারছে।
তিনি শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধ স্মরণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা সদর হাসপাতাল আউটার চত্বরে ডক্টর ড্যাব ব্রাহ্মণবাড়িয়া শাখা আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের নামে একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করতে ড্যাব কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা: মোহাম্মদ মেহেদী হাসান, কোষাধ্যক্ষ ডা: জহিরুল ইসলাম শাকিল, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রতন কুমার ঢালী, বাংলাদেশ রেডক্রিসেন্ট ম্যানেজিং বোর্ডের মেম্বার ডা: শেখ আবু জাফর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সভাপতি ডা: মেজবাহ উদ্দিন চৌধুরী, টুর্নামেন্ট আয়োজক কমিটির উপদেষ্টা ডা: আমানউল্লাহ আমান, শহীদ মীর মুগ্ধের পিতা মীর মুস্তাফিজুর রহমান, শহীদ নাফিসের পিতা গোলাম রহমান।
উপস্থিত ছিলেন ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক ডা: জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা: মোহাম্মদ মনির হোসেন, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক ডা: মোহাম্মদ আখতার হোসেন, সদস্যসচিব কাজী শান্তনু সাইহাম অর্ণব প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
বঙ্গোপসাগরের সম্ভাবনা উন্মোচনে শান্তি ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্বপূর্ণ : তৌহিদ নাটোরে চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার : প্রেস উইং আ’লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়া হবে না : আখতার হোসেন সোনাগাজীতে ডাকাতদলের সর্দার গ্রেফতার আয়করের ভীতি : সঠিক তথ্য পেতে হিমশিম অর্থনৈতিক শুমারির মাঠকর্মীদের সাদুল্লাপুরে আ’লীগ নেতা গ্রেফতার হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক পুলিশ ভেরিফিকেশনে কী দেখা হয়? এটি বাতিলের সুপারিশ কতটা বাস্তবসম্মত চুয়াডাঙ্গায় মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তির ফল প্রকাশ বিএসএমএমইউর চিকিৎসকদের শাহবাগ অবরোধ

সকল