শ্যামনগর থানার লুট হওয়া পিস্তল উদ্ধার
- সাতক্ষীরা প্রতিনিধি
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরি তারাস ব্রান্ডের নাইন এমএম ক্যাটাগরির একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলা সদরের কাঁচটাহাড়ি এলাকার একটি সমাধিস্থল সংলগ্ন ঝোঁপ থেকে পলিথিনে মোড়ানো আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট শ্যামনগর থানায় দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগের পর লুটপাট চালায়। এ সময় অন্যান্য মালামালের সাথে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। শনিবার দুপুরে থানা থেকে লুট হওয়া নাইন এমএম ক্যাটাগরির একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ইতঃপূর্বে আরো একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইনশুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর মোল্যা জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা