চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্ট
- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুলথ আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের ক্যাম্পাসে প্রতিটি আন্দোলন-সংগ্রামে আমি সব ছাত্রের নিয়ে অংশগ্রহণ করেছি।
তিনি আরো বলেন, এমন একটা সময় ছিলো যেখানে আমরা দাওয়াতী কাজ করার সুযোগ পায়নি। ছাত্রশিবির দীর্ঘ ১০ বছর যাবৎ এ ক্যাম্পাসে কাজ করতে পারেনি। রাজনীতিতে জুলুম করে কাউকে কখনোও দাবিয়ে রাখতে পারে নেই। ছাত্রশিবির রাসূল সা:-এর আদর্শ লালন করে। শত জুলুম নির্যাতনের পরেও ছাত্রশিবির এ দেশের সকল ছাত্রদের কাছে প্রিয় একটি ছাত্র সংগঠন।
জামায়াত নেতা বুলবুল আরো বলেন, আমি ভিপি হওয়ার পর শিক্ষকদের সহযোগিতায় এই কলেজে অনার্সের ৪টি সাবজেক্ট নিয়ে এসেছি। নবাবগঞ্জ সরকারী কলেজের তেমন কোনো অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। ইনশা আল্লাহ আমরা সবাই মিলে এ কলেজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।
তিনি চব্বিশের জুলাই অভ্যুত্থান ও ছাত্র আন্দোলনে শিবিরের ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানী, শহর শাখার সাবেক সভাপতি শফিক এনায়েতুল্লাহ ও আবু তালেবসহ নেতাকর্মীরা। শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা