২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কৃষি জমির উর্বরতা হ্রাসের শঙ্কা

তরমুজ আবাদে নিষিদ্ধ পলিথিন ব্যবহার
রাঙ্গাবালীতে নিষিদ্ধ পলিব্যাগে উৎপাদন করা হচ্ছে তরমুজের চারা : নয়া দিগন্ত -

মৌসুম শুরুর ৩০-৪০ দিন আগে থেকেই শুরু হয়েছে তরমুজ আবাদের কার্যক্রম। এই সময়ে মাঠজুড়ে পাকা আমন ধানের সমারহ দেখা গেলেও তরমুজের অগ্রিম আবাদের জন্য কৃষকরা ইতোমধ্যেই তোড়জোড় শুরু করেছেন। তারা জমির পাশের আইল কিংবা ফাঁকা জায়গায় পলিথিনের মধ্যে তরমুজের চারা রোপণ করছেন। আমন ধান কাটার পর পরই এই চারা রোপণ করবেন তারা আমন ওঠা জমিতে।
কিন্তু বিশেষজ্ঞদের দুশ্চিন্তায় ফেলেছে এই ভেবে যে, নিষিদ্ধ পলিথিনের ছোট্ট ব্যাগে রোপণ করা তরমুজের বীজ পলিথিনসহ রোপণ করা হবে জমিতে। এই পলিথিন পরবর্তীতে জমির উর্বরতা কমিয়ে দেবে। শুধু তাই-ই নয়, পলিথিনের ক্ষতিকর প্রভাবের শিকার হবে মানুষসহ বিপুলসংখ্যক পাখি, কীটপতঙ্গ ও জলজ প্রাণী। সেই সাথে বিরূপ প্রভাব পড়বে পরিবেশ এবং কৃষিতে।
কৃষকরা জানালেন, এসব ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিনেই তরমুজের বীজ বপন করে চারা তৈরি করা হয়েছিল। কৃষকদের অনেকেই বলছেন, এই ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন জমির জন্য ক্ষতিকারক। তবে অনেকেই সেটি জানেন না।
পরিবেশবিদরা জানান, পলিথিনের বিকল্প হিসেবে নতুন উদ্ভাবিত পরিবেশবান্ধব পাটের সোনালি ব্যাগ সহজেই ব্যবহার করা যায়। একই সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠকে ক্রমাগত উত্তপ্ত করে তোলার নেপথ্যে রয়েছে পলিথিনের অবদান যা থেকে ভূমিকম্প, বজ্রপাত, আল্ট্রা ভায়োলেট রেডিয়েশনের মতো ঘটনা ঘটছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান বলেন, ২০ থেকে ২৫ দিনের চারা জমিতে রোপণ করা হয়। দেখা যায়, কৃষকরা পলি ব্যাগ ব্যবহারের পরে যথানিয়মে সেগুলো নিষ্ক্রিয় করে না। যার ফলে পলিব্যাগগুলো মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকে। পলিথিন অপচনশীল দ্রব্য, যা মাটির সাথে মিশে মাটির স্বাস্থ্য নষ্ট করে দেয়। আমরা কৃষকদেরকে মাঠ দিবস কিংবা প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয় সচেতন করে তুলছি। কেউ কেউ সচেতনভাবে মানছেন, কেউ কেউ মানছেন না। আমরা আশা করছি, আগামী দিনে পলিথিন ব্যবহার কমে আসবে।

 


আরো সংবাদ



premium cement
ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই হাসিনাকে উৎখাত করে ইকোনমিস্টের বর্ষসেরা বাংলাদেশ দ্রুত নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত আমরা দুর্নীতি করব না কাউকে করতেও দেবো না : ডা: শফিক পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বুয়েট ছাত্রের মৃত্যু তিনটি কর্মসূচিতে ১১৬ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত!

সকল