দুই সপ্তাহ চালের দাম না বাড়ানোর আহ্বান
- কুষ্টিয়া প্রতিনিধি
- ২১ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪
কুষ্টিয়ায় চালের দাম ৩-৪ টাকা কেজিতে বৃদ্ধি পাওয়ার পর মাত্র এক টাকা কমানো হয়েছে। বুধবার বিকেলে মিল মালিকদের সাথে জেলা প্রশাসকের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
চালের মূল্য বৃদ্ধির বিষয়টি জাতীয় গণমাধ্যমে ফোকাস পাওয়ায় নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে মিল মালিকদের সাথে এ বৈঠক করেন জেলা প্রশাসক (ডিসি) তৌফিকুর রহমান। বৈঠক শেষে রাতে সাংবাদিকদের জানানো হয় আগামী ২ সপ্তাহে ব্যবসায়ীরা চালের দাম বাড়াতে পারবেন না। সেই সাথে বৃহস্পতিবার থেকে সব ধরনের চালের বর্তমান বাজারদর থেকে কেজিতে এক টাকা কমিয়ে আনতে হবে।
বৈঠকে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমীন সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, দেশ এগ্রো ফুডের স্বত্বাধিকারী আব্দুল খালেকসহ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতি কুষ্টিয়ার নেতারা ও খাজানগর এলাকার অটো রাইস মিলের মালিকরা।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান মিল মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হয়ে আসেন, দেশপ্রেমী হন।’ কুষ্টিয়া জেলায় ৬৪টি অটো রাইস মিল রয়েছে। তাদের উৎপাদিত চাল ঢাকাসহ দেশের ৩৫ জেলায় প্রতিদিন দুই শতাধিক ট্রাকে সরবরাহ করা হয়। ফলে দেশের চালের বাজারের স্থিতিশীলতা অনেকটা কুষ্টিয়ার মিল মালিকদের ওপর নির্ভর করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা