২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শীতার্তদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে : অধ্যাপক মুজিবুর রহমান

-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সারা দেশে তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে আছেন। তাদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে। গত বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামীর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতের প্রতিটি কর্মী এসব কাজ আল্লাহ্র সন্তুষ্টির জন্য করে থাকে। অতীতের বিভিন্ন ক্লান্তিকালে করোনা মহামারী, বন্যায় জামায়াত জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। মানবিক কাজের জন্য জামায়াতকে সবসময় বাধার মুখে পড়তে হয়েছে। কিন্তু জামায়াত জনগণকে সাথে নিয়ে সব বাধা অতিক্রম করেছে।
তিনি আরো বলেন, মহান আল্লাহ্থ আমাদের সৃষ্টি করেছেন এবং তিনিই আমাদের যাবতীয় ভালো মন্দের মালিক। দেশের জনগণের কল্যাণের জন্য কুরআনের পক্ষের মানুষকে সংসদে পাঠাতে হবে এবং কুরআনের আইন প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা করতে হবে। নতুন বৈষম্যহীন সম্ভাবনার বাংলাদেশ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।
রিশিকুল ইউনিয়ন আমির আব্দুস সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক। আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ড. ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা পশ্চিম শাখার ছাত্রশিবির সভাপতি মো: রমজান আলী, উপজেলা আমির মো: নোমায়ন আলীসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 


আরো সংবাদ



premium cement

সকল