২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফেনীতে ৩২ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

-

বিজয়ের মাস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার অবসরপ্রাপ্ত ৩২ কর্মকর্তাকে সংবর্ধনা দিয়েছে ফেনী জেলা পুলিশ। গত বুধবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তাদের হাতে সংবর্ধনা উপহার তুলে দেন পুলিশ সুপার হাবিবুর রহমান।
সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইদুর রহমান, ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়ালী উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, সংবর্ধিত ৩২ মুক্তিযোদ্ধার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার থেকে কনস্টেবল পদমর্যাদার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রয়েছেন।

 


আরো সংবাদ



premium cement

সকল