বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০০:৫৭
নোবিপ্রবিতে নবীন বরণ
নোয়াখালী অফিস
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিভাগটির ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। প্রো-ভিসি ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আতিকুর রহমান ভূঁঞা।
গুলিসহ পিস্তল উদ্ধার
বগুড়া অফিস
বগুড়ায় চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত শনিবার রাতে শহরের মালতীনগর শিশু মঙ্গল মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য জানিয়েছেন।
বশেমুরকৃবিতে ওরিয়েন্টেশন
গাজীপুর প্রতিনিধি
বশেমুরকৃবি’র অটাম টার্মে ভর্তিকৃত এমএস এবং পিএইচডি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গত রোববার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবি’র ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। অন্যদের মধ্যে গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: রমিজ উদ্দিন মিঞা, শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হাসান, রেজিস্ট্রার মো: আবদুল্লাহ মৃধা বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
ক্যারিয়ার সামিট
পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা
ইসলামী ছাত্রশিবির রাঙ্গাবালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্টস ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত হয়। গত রোববার উপজেলা সদরের রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তথ্য সম্পাদক আব্দুর রহিম।
হাওর রক্ষা বাঁধ উদ্বোধন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুরের নলুয়ার হাওরের ৪ নং পিআইসি ফসল রক্ষা বাঁধের কাজ গতকাল রোববার উদ্বোধন করেন কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও মো: বরকত উল্লাহ। পাউবোর উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীলের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, থানার ওসি রুহল আমীন, মৎস্য কর্মকর্তা আল আমিন, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন প্রমুখ।
গ্রাহক নির্বাচন সভা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোলার পাম্প গ্রহণে উদ্বুদ্ধকরণ ও গ্রাহক নির্বাচন সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলার সৈয়দগাঁও এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ত্ব করেন পাকুন্দিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ও জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সচিব মোহাম্মদ কামাল উদ্দিন ছোটন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) ফকির শরীফ আহমেদ।
অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে মাদারীপুরের শিবচরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার হাজী শরীয়তউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সমাজ কল্যাণ পরিষদ ও শিবচরের সর্বস্তরের তৌহিদী জনতার ডাকে প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মসলমান অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মো: হানজালা।
কৃষক সমাবেশ
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার উত্তর বাসস্ট্যান্ডে উপজেলা কৃষক দলের সভাপতি ইউসুফ আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু।
আ’লীগ নেতা আটক
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলাউড়া আওয়ামী লীগ নেতা ও টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকসহ চারজন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। গত রোববার বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন- আওয়ামী লীগ নেতা নুর মিয়া ও আব্দুল ওয়াহিদ, ছাত্রলীগ নেতা আব্দুল মুনিম সোহেল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা