১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রংপুরে আবু সাঈদের নামে ৩ কোটি টাকার শিক্ষাবৃত্তি

-

‘জিনিয়াস আবু সাঈদ রংপুর’ শিরোনামে ২০৮ জন অসচ্ছল শিক্ষার্থীকে প্রায় তিন কোটি টাকার শিক্ষা বৃত্তি দিয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট-সিজেডএম নামের একটি সংগঠন।
শনিবার রাতে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে এ শিক্ষা বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিজেডএমের চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি প্রফেসর ড. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মো: মামুনুর রশিদ, বেরোবির প্রক্টর প্রফেসর ড. ফেরদৌস রহমান, কারমাইকেল কলেজের প্রফেসর তোফায়েল হোসেন, সিজেডএমের নিরীক্ষা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দা ফারজানা রহিম, ফ্রেন্ডশিপ হাসপাতালের ডিরেক্টর ডা: লে. কর্নেল (অব:) মোজাহিদুল ইসলাম, বেরোবির সহযোগী অধ্যাপক ওমর ফারুক ও শাহিনুর রহমান, সিজেডএমের শিক্ষা বিভাগের প্রধান লে. কর্নেল (অব:) সৈয়দ নাজমুর রহমান প্রমুখ।

জানা যায়, শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রতি মাসে ৪০০০ টাকা করে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট থেকে বৃত্তি পেয়েছিলেন। তার প্রতি শ্রদ্ধাস্বরূপ জিনিয়াস বৃত্তি রংপুর অঞ্চলের নাম পরিবর্তন করে ‘জিনিয়াস আবু সাঈদ রংপুর’ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে আড়াই বছরব্যাপী মাসিক চার হাজার টাকা হারে বৃত্তি প্রদান করে সিজেডএম। ‘জিনিয়াস আবু সাঈদ রংপুর’ অঞ্চল থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর, রংপুর মেডিক্যাল কলেজ, দিনাজপুর মেডিক্যল কলেজ, এস বি এফ নার্সিং ইনস্টিটিউটসহ মোট ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতাভুক্ত। শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রণোদনা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির

সকল