রিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান
- ববি প্রতিনিধি
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘পরিচ্ছন্নতার অঙ্গীকারে গড়ি টেকসই পরিবেশ, বিজয়ের চেতনায় গড়ি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
গতকাল সকালে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শুচিতা শরমিন। এ সময় তিনি বলেন, একটি পরিষ্কার-পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস আমাদের সবার কাম্য। বরিশাল বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ক্যাম্পাস আমাদের, এটা পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের।
তিনি আরো বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং আজকের এ অভিযান পরিচালনার জন্য বিভাগের পক্ষ থেকে বুড়িসহ যা ক্রয় করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার মূল্য পরিশোধ করা হবে। এ সময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো: জামাল উদ্দীনসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।