০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

চৌগাছায় আ’লীগ কর্মীর হামলায় জামায়াত কর্মী আহত

-

যশোরের চৌগাছায় আওয়ামী লীগ কর্মীর হাতুড়ের আঘাতে সোহবার হোসেন (৪৫) নামে এক জামায়াত কর্মী মারাত্মক আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সোহারাব হোসেন বাদি হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালে আহত জামায়াত কর্মী সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, দুই বছর আগে টাকা ধার চাইতে খড়িঞ্চা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আওয়ামী লীগ কর্মী আশরাফ আলীর কাছে যাই। এ সময় তিনি বলেন, এক লাখ টাকা ১০ দিনের জন্য নিলে ১০ হাজার টাকা লাভ দিতে হবে। আর ১০ দিনের বেশি দেরি হলে ১৫ হাজার টাকা দিতে হবে। তিনি এ ধরনের শর্ত দেয়ায় আমি তার কাছ থেকে টাকা না নিয়ে ফিরে আসি। বিষয়টি গ্রামে জানাজানি হয়। সম্প্রতি তিনি চায়ের দোকানে শুনেছেন আমি নাকি তাকে সুদখোর বলেছি।

সোহরাব হোসেন বলেন, রোববার দুপুরে আমি কাজের জন্য মাঠের দিকে যাচ্ছিলাম। আমি চৌগাছা-পুড়াপাড়া সড়কের আবু জাফরের মিলের মোড় নামক স্থানে পৌঁছালে সেখানে আগে থেকে থাকা আওয়ামী লীগ কর্মী আশরাফ আলী ও তার সহযোগীরা আমার ওপর হামলা চালায়। এ সময় আশরাফ আলী তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করার চেষ্টা করে। আমি মাথা সরিয়ে নিলে হাতুড়ির বাড়ি আমার মুখের উপর লাগে। এতে আমার চারটি দাঁত ভেঙে যায়। এ ঘটনায় আমি বাদি হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের দন্ত বিভাগের চিকিৎসক ইয়াসিন আরাফাত বলেন, আহত সোহরাব হোসেনের মুখের চার/পাঁচটি দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর রেফার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল