বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কারখানা চালুর দাবি
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করে আবার চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে তারাকান্দিতে যমুনা সার কারখানার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক আল-আমিন মিলু, সদস্যসচিব আবুল কালাম আজাদ প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
লাশ উদ্ধার
সিলেট ব্যুরো
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার পরদিন হাওরে পাওয়া গেছে আতাউর রহমান আতাই (৩৫) নামে এক যুবকের লাশ। শনিবার দুপুরে উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বিলেরখড় হাওর থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিমপাড়ার মৃত বশির মিয়ার ছেলে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় আতাই মিয়া স্থানীয় পুটামারা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যান।
শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসীদের সহযোগিতায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে সিরাজগঞ্জের দুস্থদের মধ্যে ৩০০ কম্বল বিতরণ করেছে সেবা মুক্ত স্কাউট গ্রুপ। শনিবার সকালে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে দরিদ্রদের হাতে শীতবস্ত্র তুলে দেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহসভাপতি গোলাম মোস্তফা রুবেল। উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশা, ১ নম্বর পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক তাজমিলুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর কল্যাণ সংস্থার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের হোসেন বখত চত্বরে সংগঠনের হল রুমে কর্মসূচির পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার সভাপতি ওয়ারেন্ট অফিসার গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাসান আলী, উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের বেলকুচিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বেলকুচি উপজেলার নিশিবয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হসপিটাল ও ঐশী ডেন্টাল সার্জারি অর্থোডনটিকস্রে যৌথ উদ্যোগে এ মেডিক্যাল ও ডেন্টাল ক্যাম্পে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় চার শতাধিক মানুষকে সেবা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নূরুল-মোমেনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম, পরিচালক আব্দুস সবুর তালুকদার, এস এম তরিকুল ইসলাম (তড়িৎ), আব্দুল মালেক প্রমুখ।
ইংলিশ কর্মশালা
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
ডুমুরিয়ার উপজেলার আন্দুলিয়া গ্রামে ইসমাইল আকুঞ্জীর পুকুর পাড়ে ছয় দিনব্যাপী ইংলিশ কর্মশালা গতকাল রোববার শেষ হয়েছে। শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান সোনামুখ পরিবারের আয়োজনে ১০ ডিসেম্বর শুরু হয় এ প্রশিক্ষণ। ডুমুরিয়ার ২২টি মাধ্যমিক বিদ্যালয়ের বাছাইকৃত ২০০ শিক্ষার্থী নিয়ে এ আয়োজনের উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী ইশারা বিনতে ইসলাম। প্রশিক্ষক ছিলেন সৌমেন মণ্ডল। ইংরেজি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষা দেন অধ্যাপক শাহ আলম ও তাসলিমা বেগম। শনিবার পঞ্চম দিনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
ট্রান্সফরমার চুরি
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক রাতে উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে সেচকাজে ব্যবহৃত পল্লী বিদ্যুতের ছয়টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এতে প্রায় ১৫০ একর কৃষি জমির সেচ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গত শুক্রবার রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে গফরগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গফরগাঁও জোনাল অফিসের ডিজিএম জিয়াউর রহমান খান বলেন, ট্রান্সফরমার চুরি খবর পেয়েছি। কোনোভাবেই চুরি রোধ করা যাচ্ছে না।