১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

৫৩ বছরেও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি

-


দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় গতকাল ১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বশেমুরকৃবিতে এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাজ ধারণ, পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্থবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর-১ প্রফেসর লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর-২ প্রফেসর ড. নূরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন দফতর প্রধান, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
খুলনা ব্যুরো জানায়, দিবসটি উপলক্ষে গল্লামারিস্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাইফ নেওয়াজ। এ ছাড়া, খুলনা সিটি করপোরেশন নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা কৃষি বিশ^বিদ্যালয়, খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নসহ (এমইউজে) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসক ইসরাত ফারজানা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ জেলা শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। সন্ধ্যা ৬টায় কর্নেট সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহরের আমাদের বাজারের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাদের আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরেন।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা সকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, এই মহান দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালের এই দিনে যারা শহীদ হয়েছেন তাদেরকে। রাতের আঁধারে পাকিস্তানী হানাদাররা যাদেরকে তুলে নিয়ে শহীদ করেছে। শেষে শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হল রুমে এক আলোচনা সভায় প্র্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পার সভাপতিত্বে ও প্রভাষক সাজ্জাদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বায়োজিদ আহমেদ রনি, প্রভাষক সোহেল রানা, জাহিদুল ইসলাম প্রমুখ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজসংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, পৌরসভাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সকাল ৯টায় পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাংবাদিক, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ইবি সংবাদদাতা জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিবসটি উপলক্ষে শনিবার সকাল দশটায় প্রশাসন ভবন চত্ত্বর থেকে শোক র্যালি বের করে বিশ^বিদ্যালয় প্রশাসন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ^বিদ্যালয়ের স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তার সাথে প্রো-ভিসি অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন ও শহীদ বুদ্দিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নজিবুল হক উপস্থিত ছিলেন। পরে বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, জিয়া পরিষদ, ইউট্যাব ও শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বিভাগ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ববি প্রতিনিধি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে সকাল ৮.৩০ মিনিটে নগরীর ত্রিশ গোডাউনের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শুচিতা শরমিন। দিবসটির তাৎপর্য তুলে ধরতে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও প্রফেসররা। এ ছাড়াও, দিবসটি উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়।

দাগনভূঞা ( ফেনী) সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে শহীদের স্মরণে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা অফিসার্স ক্লাবে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স ম আজারুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিম উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শাহিদুল আলম, দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, উপজেলা জামায়াতের সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা নুর নবী দুলালসহ আরো অনেকে।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, নাসিরনগর অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি কর্মকর্তা আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখের মুক্তিযোদ্ধা রাফিজ মিয়া, বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে খালেদ সাইফুল্লাহ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুর আলম শেখ, মুক্তিযোদ্ধা আব্দুল মোতাবি, আব্দুল বাকী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আছমত আলী প্রমুখ।

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, সুনামগঞ্জের তাহিরপুরে দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী, ডা: আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাবিব আহমদ, সহকারী প্রোগ্রামার ইমরান হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস ছামাদ, সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্য, বীর মুক্তিযোদ্বা হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement
হামাসের সাথে চুক্তি চায় ৭২ শতাংশ ইসরাইলি গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত মালয়েশিয়ায় বাধ্য শ্রমের অভিযোগ : মামলার অনুমতি পেল বাংলাদেশী শ্রমিকরা বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নেই : ঢাকা রেঞ্জ ডিআইজি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে : মুহাম্মদ শাহাজাহান অভিবাসী ফেরত না নিলে সম্পর্ক ছিন্ন করার হুমকি ট্রাম্পের খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে

সকল