০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

সুন্নতে খাতনা নিয়ে ফতুয়া দেয়ায় সংঘর্ষে আহত ২৫

৩০ বাড়িঘর ভাঙচুর, আগুন
-


ঝিনাইদহের শৈলকুপায় গত শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে শৈলকুপা পৌর এলাকার সাতগাছী গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। দুই দিনের সংঘর্ষে আহত হয় নারীসহ ২৫ ব্যক্তি। ৩০ বাড়িঘর ভাঙচুর ও কাসেম নামে এক ব্যক্তির গোয়ালঘরে আগুন দেয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এলাকাবাসীরা জানান, সাতগাছী মসজিদে শুক্রবার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্যা মুসল্লিদের উদ্দেশে কিছু বয়ান দেন। সেই বয়ানের মধ্যে মসজিদ কমিটির সভাপতি মতলেব মোল্যার নাতি ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় প্রতিবাদ জানান মতলেব মোল্যা। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় মতলেব মোল্যা ও হাকিম মোল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে তানজু (৩৫), সম্পা খাতুন (৩০), বশির মোল্যা (৪০), জাফর মোল্যা (৩০), রুপচাঁদ (৩৫) জামেলা (৬৫), রোকনুজ্জামান (৩৫), সুজন (৩৫), আমিরুল (২৫), সাগর (২৭), সাহেব আলী (৫০), আক্তার হোসেন (২৫), আকবর আলী শেখ (৬০), আবদুল হাকিম (৭৫), রাশেদ আলীসহ (২৫) উভয় গ্রুপের ২৫ ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ, ফরিদপুর ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে মসজিদ কমিটির সভাপতি মতলেব মোল্যা ও সাধারণ সম্পাদক হাকিম মোল্যার সমর্থকরা দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় কোরবান আলী, শুকুর আলী, এরশাদ আলী, দুলাল, রজব আলী, আজিবর রহমান, তৈমুর মোল্যা, কাদের মোল্যা, জালাল মেল্যা, জান্নাত আলী, ফিরোজ, বাবু, মিলন, সিদ্দিক শেখ, নাজির আলীসহ ৩০ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
হামলার সময় কাশেম নামের এক ব্যক্তি তার গোয়ালঘরে আগুন দেয়ার অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ব্যাপারে থানা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ বলেন, সামান্য বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়া ঠিক হয়নি। সবাই এক জায়গায় বসে সমস্যার সমাধান করা যেত।
এ ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, আগুনের ঘটনাটি নিজেদের সাজানো। মামলা ক্রিয়েট করার জন্য নিজেরা নিজেদের ঘরে আগুন দিয়েছে। এ ছাড়া তিনি আরো বলেন, সাতগাছী গ্রামে শুক্রবারের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। শনিবার কিছু বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাতগাছী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement