১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কালিয়াকৈরে শিহান হত্যার বিচার দাবি

-

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় তাজবির হোসেন শিহান হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফারের দাবিতে শুক্রবার মানববন্ধন করেছে ছাত্রজনতা। শিহানের শিক্ষাপ্রতিষ্ঠান মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচিতে শিহানের মা কান্নাজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার দাবি করেন। আরো বক্তব্য দেন- স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী, এলাকাবাসী ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে মৌচাক পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১০০ গজ পশ্চিমে হানিফ স্পিনিং মিলের গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত তাজবির হোসেন শিহান (২৬) কালিয়াকৈর উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়া ও মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শিরীণ জামান শিল্পীর ছেলে।

 


আরো সংবাদ



premium cement