১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিচার বিভাগকে সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে : জুনায়েদ সাকি

-

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী ও স্বনির্ভর করতে হবে। তিনি গত শুক্রবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে গণসংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
জুনায়েদ সাকি বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই। তাদের সফল করার জন্যই রাজনৈতিক ঐক্য তৈরি করতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্টরা শক্তিশালী হলেও তাদের ষড়যন্ত্রের জাল আমাদের শক্তির চেয়ে বেশি নয়। আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভারতে বিজেপির ভোটের রাজনীতিতে হাওয়া দিচ্ছে। এদের রুখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটি এ সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য আল আমিন শেখ। বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, নারীনেত্রী ও উন্নয়ন সংগঠক শিলভী হারুন, অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু, অলিয়ার রহমান শেখ, নজরুল ইসলাম, খান লোকমান হাকিম প্রমুখ।


আরো সংবাদ



premium cement