১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গোলাপগঞ্জে সেনাবাহিনীর উপহারের ঘর পেল বীর মুক্তিযোদ্ধার পরিবার

-

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কিছমত মাইজভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন মরহুম তাহের আলী বীরবিক্রমের পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ১৩ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে এরিয়া সদর দফতর সিলেটের অর্থায়ন ও তত্ত্বাবধানে ঘরের নির্মাণ কাজ শেষে বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী পিয়ারা বেগমের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন মেজর মাহমুদুল হাসান, পিএসসি।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম সহায়তা চলমান রেখেছে সেনাবাহিনী।
চাবি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

 


আরো সংবাদ



premium cement