১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এসএসসি পরীক্ষার ফরম পূরণে ৪২০ টাকা অতিরিক্ত আদায়

-

এসএসসি পরীক্ষায় ফরম পূরনে বোর্ড নির্ধারিত টাকার চেয়ে ৪২০ টাকা অতিরিক্ত নেয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। অপরদিকে অতিরিক্ত টাকা নেয়ার রসিদও না দেয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এনিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।
সিলেট বোর্ড সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর থেকে আগামী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হয় আর চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ ফরম পূরণে নির্ধারিত ফি হচ্ছে বিজ্ঞান বিভাগে ২২৪০ টাকা, মানবিক ও ব্যবসা বিভাগে ২১২০ টাকা। কিন্তু এ বিদ্যালয়ে নেয়া হচ্ছে ২৬৬০ টাকা। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিয়ে ফরম পূরণ করছে শিক্ষার্থীরা।

এসএসসি পরীক্ষার্থী তামিম হাসান (মানবিক শাখা) জানান, আমি ফরম পূরণ করেছি ২৬৫০ টাকা দিয়ে কিন্তু বিদ্যালয় থেকে কোনো রসিদ দেয়া হয়নি।
এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম জানান, পরীক্ষায় অংশ গ্রহণকারীদের ১১২ জনের মধ্যে আজকে পর্যন্ত ৯২ জন ফরম পূরণ করেছেন। বোর্ড নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত ৪২০ টাকা নেয়া হচ্ছে ছয়টি মডেল টেস্ট পরীক্ষা নেয়া হবে তার জন্য, আর অভিভাবকদের সাথে আলোচনা করেই বাড়তি টাকা নেয়া হয়েছে। তাহলে এখন কেন অভিযোগ উঠেছে জানতে চাইলে তিনি জানান, আমিও বুঝতে পারছি না কেন তারা এখন এমন করছেন। আর টেস্ট পরীক্ষায় ১-৭ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বিষয়ে ১০০ টাকা নিচ্ছেন জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম জানিয়েছেন, বোর্ড নির্ধারিত টাকার বাইরে আমার উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত ফি নেয়ার সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement