জামালপুরে অসময়ে যমুনার ভাঙন
- জামালপুর প্রতিনিধি
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৩
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে অসময়ে দেখা দিয়েছে যমুনার তীব্র নদী ভাঙন। এতে উপজেলার খানপাড়া, মাঝিপাড়া, পলাশপুরসহ অন্তত তিন গ্রামে ডজন খানেক বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। অসময়ে এই নদীভাঙন জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
এলাকাবাসী জানান, দীর্ঘ ১৫ বছর ধরে নদীভাঙন অব্যাহত থাকলেও ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা নেয়া হয়নি জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী এক ইউনিয়নের নাম চিকাজানী। যেখানে রয়েছে হাজার বছরের ঐতিহ্যবাহী গায়েবি মসজিদসহ অসংখ্য ঐতিহাসিক স্থাপনা। ওই ইউনিয়নের খানপাড়া গ্রামে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে চলছে অসময়ের এই নদীভাঙন। নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি।
খানপাড়া গ্রামের, হাফিজুর রহমান, মইজুদ্দিন, সাইদুর রহমান ও সাইফুল ইসলামসহ অনেকেই জানান, বর্ষা মৌসুমে একের পর এক গ্রাম নদীতে বিলীন হয়ে যায়। এবার শুষ্ক মৌসুমেও ভাঙন চলছে।
একই কথা বলেন মাঝি পাড়ার বাসিন্দা মাইনুল ইসলাম। স্থানীয় সহিজল হক বলেন, শুষ্ক মৌসুমে নদী ভাঙনে দিশেহারা তারা। ভিটামাটি হারিয়ে চরম কষ্টে আছেন নদীপাড়ের মানুষ। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ছামিউল হক নদীভাঙন রোধ না করার জন্য পানি উন্নয়ন বোর্ডের কলা-কৌশলীদের দায়ী করেন।
জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, খানপাড়া এবং বড়খাল এলাকায় ৫০০ মিটার নদীভাঙন রয়েছে। গত ৭ ডিসেম্বর পাউবোর প্রধান প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ সময় ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা