বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবান্ন উৎসব
- বরিশাল ব্যুরো
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৯
ঐতিহ্যবাহী নবান্নের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দুই দিনব্যাপী নবান্ন উৎসব শেষ হয়েছে।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিকের উদ্যোগে ববির মুক্তমঞ্চের মাঠে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে শুক্রবার পর্যন্ত এ মেলা হয়েছে। মেলায় নবান্নের ঐতিহ্যকে ছবি, গল্প, গান-কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। সন্ধ্যায় ববির নিজস্ব ব্যান্ড দল বনসাই ও সপ্তর্ষি গান পরিবেশন করেছে। এ ছাড়াও পদাতিকের অর্ধশত সদস্য গান, নাচ এবং অভিনয় করেছেন। মেলায় নাগরদোলাসহ ২৮টি দোকানে ঐতিহ্যবাহী হরেক পণ্য বিক্রি করতে দেখা গেছে। শেষ দিন শুক্রবার রাতে বনসাই ও সপ্তর্ষি ব্যান্ড দলসহ দেশের স্বনামধন্য গায়ক অর্ঘ্য দেব গান পরিবেশন করেন।
পদাতিকের সভাপতি ভূমিকা সরকার বলেন, ববি শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে নবান্নের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আমাদের এ বর্ণাঢ্য আয়োজন। এ আয়োজনে নবান্নের সাথে সংশ্লিষ্ট অনুষঙ্গ সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় জানান, নবান্নের ঐতিহ্য তুলে ধরতে বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে, যা সহজেই একজন শিক্ষার্থী নবান্ন বিষয়ে ধারণা নিতে পেরেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা