শার্শায় ভূমিদস্যুদের কবল থেকে ৩০০ বিঘা খাসজমি উদ্ধার
- শার্শা (যশোর) সংবাদদাতা
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৪
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর মৌজায় প্রায় ৩০০ বিঘা খাসজমি ১৬ বছর পর উদ্ধার করল উপজেলা প্রশাসন। স্থানীয় নায়েবদের সহযোগিতায় ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটনসহ ৩০-৩৫ জন সাবেক সরকারদলীয় লোক ক্ষমতার জোরে জবরদখল করে রেখেছিলেন।
দীর্ঘদিন দখলে রেখে তারা সেই জমিতে মাছ চাষ করে আসছিলেন। সরকারি ১নং খতিয়ানের জমি জবরদখল করে জমির শ্রেণী পরিবর্তন, জমির মালিকানা দাবি করে ভূমি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এ কাজ করতেন।
জানা যায় ৩৬নং বাহাদুরপুর মৌজায় সিএস ৫১৬ নং খতিয়ানের সিএস দাগ ১৯১৮, এস এ খতিয়ান ৫৪৫, আর এস বাংলাদেশ সরকারের পক্ষে যশোর কালেক্টরেট অফিসে এই নামে রেকর্ডভুক্ত করা হয়। বর্তমান আরএস দাগ ৩৩১১, মোট জমি ৯৮.৫৮ শতক, যা বর্তমানে ধানী শ্রেণী হিসেবে চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হয়।
সিএস ও এসএ জরিপের সময় জমিটি বিল শ্রেণীর বলে রেকর্ড চূড়ান্ত হয়, যা বর্তমানে বাংলাদেশ সরকার পক্ষে যশোর কালেকটরেট নামে বর্তমান রেকর্ড বিদ্যমান। জানা গেছে, বর্তমানে উল্লেখিত সরকারি সম্পত্তি এলাকার কতিপয় ভূমিদস্যু স্থানীয় বেনাপোল ইউনিয়নের সহকারী কমিশনারের (ভূমি) সহযোগিতায় জবরদখল করে আসছিল। এ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান জানান, দীর্ঘদিন ভূমি জবরদখলকারীদের কাছে থাকা ৯৮.৫৮ শতক জমি উদ্ধার করে সরকারের দখলে নেয়া হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে জবরদখলকৃত সব জমি সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা