আখাউড়ায় সাজাপ্রাপ্ত ও বিস্ফোরক আইনে গ্রেফতার ৭
- আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৩
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও বিস্ফোরক আইনে আওয়ামী লীগ নেতাসহ সাতজন গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের পুলিশ গ্রেফতার করে। বিকেলে গণমাধ্যমকে পুলিশের দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় পুলিশ বিস্ফোরক আইনে কাউছার মিয়া ও কিরণ ভুঁইয়া নামে দুইজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে। উপজেলার নারায়ণপুর ও বড় লোহঘর এলাকায় অভিযান পরিচালান করে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে থানায় মামলা রয়েছে।
একই রাতে পুলিশ অভিযান পরিচালনা করে জসিম উদ্দিন, হাবিবুল্লাহ ও জহিরুল ইসলাম নামে তিন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে। তারা আদালতের দুই বছরের সাজাপ্রাপ্ত। কুড়িপাইকা, ধাতুর পহেলা ও আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের পুলিশ গ্রেফতার করে। অপর দিকে গতকাল ১৫১ ধারায় সুমন মিয়া ও নাইম মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা