আগাম শীতকালীন সবজি চাষে জাজিরার কৃষকদের সাফল্য
- বোরহান উদ্দিন রব্বানী শরীয়তপুর
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শীতকালীন আগাম সবজির আবাদ করে দ্বিগুণেরও বেশি দাম পেয়ে জাজিরা উপজেলার কৃষকদের মুখে হাসি ফুটেছে। জেলার ছয় উপজেলার মোট সবজি উৎপাদনের বেশির ভাগই আবাদ হয় জাজিরায়। প্রতি বছরই তুলনামূলক উঁচু জমিতে অধিক দাম পাওয়ার আশায় কৃষকরা আগাম সবজি আবাদ করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারো আগাম শীতকালীন সবজি হিসেবে শিম, বেগুন, টমেটো, করলা, লাউ, ধনেপাতা, লালশাকসহ নানা সবজি আবাদ করেছেন তারা।
মৌসুমের শুরুতে প্রতি কেজি শিম ২০০ টাকা, প্রতি কেজি বেগুন ২৫০ টাকা এবং টমেটো ১২০ টাকা পাইকারি দাম পেয়েছিলেন তারা। পাইকার ও কৃষি বিভাগের হিসাব মতে বিগত কয়েক বছরের চেয়ে এবার কৃষকরা সবচেয়ে বেশি দাম পেয়েছেন। জাজিরার বেলেযুক্ত দো-আঁশ মাটিতে ফসল ভালো হওয়ায় অন্য জেলার কৃষকও এখানে এসে জমি বর্গা নিয়ে সবজি আবাদ করেন। কৃষকদের লাভবান করতে কৃষি বিভাগও মাঠপর্যায়ে কারিগরি সহায়তা ও সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকেন। জাজিরায় এবার ২৫০ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজির আবাদ হয়েছে।
উপজেলার মুলনা ইউনিয়নের লাউখোলা গ্রামের কৃষক মোশাররফ হোসেন মোল্লা বলেন, প্রতি বছরই আমি একটু উঁচু জমিতে আগাম শীতকালীন টমেটো ও বেগুনের চাষ করি। এবার মৌসুমের শুরুর দুই সপ্তাহ ভারী বৃষ্টিপাতের ফলে কিছুটা বিলম্ব হলেও ফলন ভালো হয়েছে। দামও পেয়েছি সর্বোচ্চ। প্রতি কেজি বেগুন প্রথম পর্যায়ে ২৫০ টাকা ও পাকা টমেটো ১২০ টাকা পাইকারি বিক্রি করেছি। অন্যান্য বছর যেখানে বেগুন সর্বোচ্চ ২০০ টাকা ও টমেটো ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করতাম।
একই এলাকায় চুয়াডাঙ্গার কৃষক দুলাল হোসেন বলেন, ১০ বছর আগে এখানে এসেছিলাম কৃষিশ্রমিক হিসেবে। জাজিরার মাটি পলিযুক্ত হওয়ায় এখানে শুধু সবজিই না, সব ফসলই ভালো হয়। গত দুই বছর ধরে এখানে জমি বর্গা নিয়ে নিজেই বিভিন্ন ফসলের আবাদ করছি। এবার ১২ শতক জমিতে আগাম জাতের শিম আবাদ করেছি। ফলনও হয়েছে ভালো। উপজেলার মিরাশার গ্রামের কৃষক ফরহাদ খান বলেন, জাজিরার মাটিতে সোনা ফলে। এবার দুই বিঘা জমিতে ধনে পাতা, লালশাক ও লাউয়ের আবাদ করেছি।
জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, এ উপজেলার কৃষকদেরকে আমরা জমির ধরন ও উপযোগিতা অনুযায়ী ফসল এবং কারিগরি সহায়তা দিয়ে থাকি। আগাম সবজির বেশি দাম পাওয়া যায় বলে কৃষকরাও আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সবজির আবাদ করেন। শীতাকালীন আগাম সবজি বাজার এখন শেষপর্যায়ে। এবারই এখানকার কৃষকরা আগাম সবজির সর্বোচ্চ দাম পেয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা