গজারিয়ায় সংস্কার হয়নি দেবে যাওয়া সেতুর
- আব্দুস সালাম মুন্সীগঞ্জ
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্মাণের দুই বছর যেতে না যেতেই সেতুর একাংশ দেবে গেছে। এতে সরকারের প্রায় ৩২ লাখ টাকা গচ্চা গেছে। চার বছর আগে মাটি সড়ে গিয়ে সেতুটি দেবে গেলেও এখন পর্যন্ত সেতুটি মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে, দীর্ঘ পথ ঘুরে বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে এ পথে যাতায়াতকারীদের। সংস্কারবিহীন পড়ে থাকা সেতুটি উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রামের সরকার বাড়িসংলগ্ন খালের ওপর। জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে বড় কালীপুরা গ্রামসংলগ্ন খালের ওপর সেতুটি নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। খরচ হয় ৩২ লাখ ৪১ হাজার ৪৩৬ টাকা। গত চার বছর আগে বন্যার পানির স্রোতে সেতুটির পিলারের নিচ থেকে মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। এক পর্যায়ে সেতুটি দেবে গিয়ে সংযোগসড়ক থেকে বিছিন্ন হয়ে যায়। এরপর সেতুটি আর সংস্কার করা হয়নি।
এ বিষয়ে বড় কালীপুরা গ্রামের ইসমাইল হোসেন বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় অনেকটা পথ ঘুরে যাতায়াত করতে হয়। বাচ্চাদের স্কুলে যেতেও দুর্ভোগ পোহাতে হয়। সেতুটি দ্রুত নির্মিত হলে এই ভোগান্তি পোহাতে হতো না।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু ছাঈদ মল্লিক বলেন, সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে সেখানে নতুন সেতু নির্মাণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা