সাবভৌমত্বের বিরুদ্ধে কথা বললে রুখে দিতে ৩৬ কোটি হাতই যথেষ্ট: ডা: এ জেড এম জাহিদ
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মৌলভীবাজারের কুলাউড়ায় বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশের সাবভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে রুখে দিতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই যথেষ্ট। কোনো কিছুর ষড়যন্ত্র বাংলাদেশের পতাকা ছিনিয়ে নিতে পারবে না।
তিনি বলেন, মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। বিএনপি মানুষের ভালোবাসার দল। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন সেটা নিয়ে জনগণের কাছে যেতে হবে। ৩১ দফা বাস্তবে রূপান্তিত করতে পারলে বিএনপি ক্ষমতায় আসবে।
গতকাল বৃহস্পতিবার কুলাউড়া বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন কবীর ময়ুনের সভাপতিত্বে ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনিসুজ্জামানের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক মোশাররফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, শওকতুল ইসলাম শকু প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা