১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ

জনবলের অভাবে হাসপাতালের কার্যক্রম শুরু বিলম্বিত

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল : নয়া দিগন্ত -

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫০০ শয্যায় সেবা কার্যক্রম চালুকরণের প্রশাসনিক অনুমোদন হলেও লোকবলের অভাবে চালু করতে বিলম্বিত হচ্ছে। হাসপাতালের কার্যক্রম চালুর অনুমোদনে জেলাবাসী খুশি। সরকারের এ সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে দ্রুত বাস্তবায়ন দেখতে চায় জেলাবাসী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে- জনবল নিয়োগ হলেই হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব।
গত ১৮ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক পত্রে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫০০ শয্যায় সেবা কার্যক্রম চালুকরণের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হয়।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা: এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, হাসপাতালে কার্যক্রম শুরুর অনুমোদন জেলাবাসীর জন্য সুসংবাদ বটে; কিন্তু এ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল নেই। তিনি আরো জানান, ২০২৩ সালের নভেম্বর মাসে তড়িঘড়ি করে তৎকালীন এমপি মহোদয়ের অনুরোধে আউটডোর বিভাগের কার্যক্রম শুরু করা হয়। আউটডোর শুরু হওয়ায় স্থানীয়রা প্রতিদিন চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন রকমের ওষুধও পাচ্ছেন। ইনডোরের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ইকুইপমেন্ট রয়েছে তবে লোকবল নেই। বর্তমানে হাসপাতালের বিভিন্ন শাখায় ৩২৮ জন লোকবলের অনুমোদন অর্থ বিভাগ থেকে নেয়া হয়েছে। এর বিপরীতে কাজ করছেন মাত্র ৯২ জন। আরো এক হাজার ৫০০ লোকবলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে একবারে নয় ধাপে ধাপে ৫০০ শয্যার হাসপাতালের কার্যক্রম পুরোদমে শুরু করা হবে।
কুষ্টিয়া গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান হোসেন জাহির জানান, কুষ্টিয়া মেডিক্যালের নির্মাণকাজ শেষে ইতোমধ্যে হস্তান্তর প্রক্রিয়া শেষ করা হয়েছে। আশা করি, হাসপাতাল কর্তৃপক্ষের ইনডোর কার্যক্রমে আর কোনো বাধা থাকবে না।
গণপূর্তের একটি সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের কালিশংকপুর মৌজায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের দক্ষিণ পাশে ২৮ একর জমির ২০ একর জমির ওপর স্থাপনাগুলো নির্মাণ হয়েছে, আরো আট একর জমির সেলামি মূল্যে পরিশোধ প্রক্রিয়া চলছে। ৫০০ শয্যার এই হাসাপাতাল ভবনটি সাত তলা আর মেডিক্যাল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবন ছয় তলা।
৪৮৫ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল পূর্ণাঙ্গ শুরু হওয়ার দ্বারপ্রান্তে। এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহ, মেহেরেপুর ও চুয়াডাঙ্গা এলাকার মানুষের উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ হবে।
উল্লেখ্য, ২০১১ সালের ৯ অক্টোবর কুষ্টিয়া মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু হয়। প্রথমে ২৬২ কোটি টাকা বাজেটে ২০১২ সালে নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী সময়ে বাজেট পুনঃমূল্যায়নে ব্যয় দাঁড়ায় ৪৮৫ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার টাকা।


আরো সংবাদ



premium cement