১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুন্দরবনের বিশালতা ও জীববৈচিত্র্যে বিমোহিত ভিনদেশী পর্যটক

সুন্দরবনের বিশালতা ও জীববৈচিত্র্যে বিমোহিত ভিনদেশী পর্যটক -

একঝাঁক বিদেশী পর্যটক। বেশভূষণ একেক স্টাইল। পর্যটকদের কেউবা আমেরিকা, সুইজারল্যান্ড, স্পেন, ব্রাজিল, ফিলিপিনো আবার কেউবা ইরান, পাকিস্তান, ফ্রান্সের। নানান ধর্মের। নানান বর্ণের। ধবধবে সাদা মানুষগুলোর প্রাণোচ্ছল হাসি আর সুন্দরবন নিয়ে নানান ভাষার বর্ণনায় বিমোহিত সবাই। একসাথে ভিনদেশী এত পর্যটক সুন্দরবনে এই শীতে প্রথম। তেমনি একজন জেরেমি বিনজ্। সুইজারল্যান্ডের চেমিন ডি লা শহরে জন্ম। বয়স ২৩ পেরিয়ে ২৪ ছুঁই। শিক্ষার পাশাপাশি কাজ করেন চাইল্ড ও টিনএজারদের নিয়ে। শ্রীলঙ্কা, কম্বোডিয়া, লাওস, ব্যাংকক ঘুরে এসেছেন বাংলাদেশে। গহিন সুন্দরবনের আন্দারমানিক ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেই বলেন, সুন্দরবন আমার কাছে সবুজের স্বর্গ। যে বনে রয়েল বেঙ্গল টাইগার সে বনে আমি। এ এক অন্যরকম অনুভূতি। আমার ভীষণ পছন্দ হয়েছে।
আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটির ছাত্রী জুলিয়াম কেরি বলেন, সুন্দরবনের নদী-খাল এবং গাছপালাগুলো ছবির মতো। এখানকার নৌযানগুলো, জীববৈচিত্র্য আর বন্যপ্রাণী আমাকে মুগ্ধ করেছে। বনের সৌন্দর্য দেখে আমি অভিভূত। আমেরিকার ভার্জিনিয়া থেকে আসা পাকিস্তানি বংশোদ্ভূত জিবরান জানান, আমার চোখে এটিই সেরা, আমার জানা ছিল না সুন্দরী গাছের নামকরণের সাথে এই সুন্দরবন। আমি প্রতিটি গাছের সাথে ছবি তুলেছি। এখানকার হিমশীতল বাতাস, ঘন সবুজ বন, জলরাশি, পাখির কলকাকলি সত্যিই অসাধারণ। স্পেন থেকে আসা ৬৫ বছর বয়সী মিসেস শোলে সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন, নৌযানে ভ্রমণ আমি খুব ভালোবাসি। সুন্দরবনের প্রকৃতি খুব সুন্দর। দলবদ্ধ হয়ে এভাবে বনের গহিনে ভ্রমণ আমার প্রথম অভিজ্ঞতা। ব্রাজিলিয়ান পর্যটক মেরিনহো জানান, জামতলা বিচে যেতে গভীর অরণ্য আর চিক চিক বালু ভালোই লেগেছে। অনেক বন্যপ্রাণীর সাথে সাক্ষাৎ হয়েছে। ডিমের চরে অনেক মজা করেছি। ঢাকার ঐতিহ্যবাহী স্কলাসটিকা স্কুলের জিওগ্রাফি বিভাগের শিক্ষিকা শরিফা আক্তার বলেন, এবার সুন্দরবন ভ্রমণে বিদেশী পর্যটকদের সাথে মতবিনিময় এবং সুন্দরবনের সৌন্দর্য দুটাই উপভোগ করলাম।
হলিডেজ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলসের পরিচালক আবুল ফয়সাল মোহাম্মদ সায়েম বাবু বলেন, সুন্দরবনে ভ্রমণপিপাসুদের কাছে ভালো মানের ক্রজের চাহিদা রয়েছে। বর্তমানে এ পথে সবচেয়ে ভালো ক্রজ জাহাজ দ্য ওয়েভ পরিচালনা করছে হলিডে শিপিং লাইনস। দেশী-বিদেশী পর্যটকদের জন্য আমরা আধুনিক ও বিলাসবহুল ক্রজ জাহাজের মাধ্যমে সুনামের সাথে পর্যটকদের উন্নতমানের পর্যটন সেবা দিচ্ছি।
করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, দেশী পর্যটকের পাশাপাশি বিদেশী পর্যটকরাও সুন্দরবনে আসছেন। সম্প্রতি একদিনে করমজলে ২৯ বিদেশী পর্যটক ভ্রমণ করেছেন।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, আমাদের নিরাপত্তা ভালো। তাছাড়া বাঘ, হরিণের পাশাপাশি অন্যান্য প্রাণীর সংখ্যাও বেড়েছে। বনের দর্শনীয় স্থানে ঘুরে এসব পর্যটক মুগ্ধ হচ্ছেন।


আরো সংবাদ



premium cement