১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের কাউন্সিল অধিবেশন

-

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। গত বুধবার সকালে চট্টগ্রামের আন্দরকিল্লায় ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের সম্মেলন কক্ষে মাওলানা কাজী আবুল বশরের সভাপতিত্বে ও মাওলানা কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সঞ্চালনায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের চেয়ারম্যান মাওলানা কাজী অধ্যক্ষ হারুন চৌধুরী ও সহকারী নির্বাচন কমিশনার ফোরামের সেক্রেটারি কাজী মাওলানা সাকের আহম্মদ চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন মাওলানা কাজী ইউসুফ, কাজী এ কিউ এম একরামুল হক চৌধুরী, কাজী আব্দুল আজিজ, কাজী মহিউদ্দিন ছাদেক, কাজী এ কে এম সাইফুদ্দীন মামুন, কাজী আহমদ ছগির, কাজী মাহমুদুল হক নঈমী, কাজী আবদুল জলিল, কাজী এনামুল হক, কাজী মো: আবু বকর, কাজী নূর মোহাম্মদ, কাজী মাওলানা কুতুব উদ্দিন, কাজী মাওলানা আবদুল হালিম, কাজী মো: আশরাফ উদ-দৌল্লা, কাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজী করিমুল হক চৌধুরী, কাজী মো: নূরনবী ও কাজী মাওলানা আবু শোয়েব মুনিরী প্রমুখ।
সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সর্ব সম্মতিক্রমে কাজী সৈয়দ মো: আবু সাঈদকে সভাপতি কাজী মাওলানা মহিউদ্দীন সাদেককে সাধারণ সম্পাদক, কাজী মাওলানা মো: আবদুল আজিজকে সাংগঠনিক সম্পাদক ও কাজী এ কিউ এম একরামুল হক চৌধুরীকে অর্থ সচিব হিসেবে নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়।


আরো সংবাদ



premium cement