১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাজিতপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

-

বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রকিবুল হাসান শিবলীকে গত বুধবার কিশোরগঞ্জ সদরের বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিদ্যমান। এ ছাড়াও চেয়ারম্যান থাকাকালীন সময়ে নানান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও গুঞ্জন রয়েছে। এই বিষয়ে দুর্নীতিদমন কমিশন (দুদক) অনুসন্ধানী তদন্তে নামলেই দুর্নীতির শতভাগ প্রমাণ মিলবে বলেও অভিমত ব্যক্ত করেন স্থানীয়রা।
বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান শিবলীর গ্রেফতার বিষয়টি স্বীকার করে জানান, গ্রেফতার পরবর্তী সময়ে সেখান থেকেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement