১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চকরিয়ায় হত্যা মামালার আসামিকে পিটিয়ে হত্যা

-

কক্সবাজারের চকরিয়ায় কলেজছাত্র জিহাদ হত্যা মামলার আসামি আমজাদ হোসেন ওরফে ধলা মিয়াকে পিটিয়ে হত্যা করেছে বাদিপক্ষের ক্ষিপ্ত লোকজন। এ সময় পিটুনিতে গুরুতর আহত হয়েছে অপর আসামি মো: মুবিন।
নিহত আমজাদ চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করিমদাতের ছেলে। আহত মুবিন কোনখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ছড়াপাড়ার ছাবের আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত মঙ্গলবার রাত ১১টার সময় পেকুয়ার কলেজছাত্র হত্যা মামলার তিন আসামি দানু মিয়া, মো: মুবিন ও মোবারক আলী লালব্রিজ এলাকায় পৌঁছলে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের গাড়ি গতিরোধ করে দানু মিয়া ও মুবিনকে তুলে নিয়ে যায়।
নিহতের পরিবারের লোকজন জানায়, পেকুয়ায় একটি সন্ত্রাসী দল দানু মিয়া ও মো: মুবিনকে অপহরণ করে পিটিয়ে গুরুতর আহত করে সড়কের পাশে ফেলে যায়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় সড়কের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় দানু ও মুবিনকে উদ্ধার করে থানা পুলিশ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমজাদ চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়। চকরিয়া থানার ওসি মো: মনজুর কাদের ভূঁইয়া বলেন, সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবারক আলী নামে একজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তিনি জামিনে থাকায় ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৩ সালে ১ ডিসেম্বর কক্সবাজার সিটি কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী আসহাবুল করিম জিহাদকে পেকুয়ার বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে কোনাখালী এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা মকছুদুল করিম বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চকরিয়া পেকুয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কল) এম এম রকীব উর রাজা বলেন, মামলার আসামিকে পিঠিয়ে হত্যা করার কারো এখতিয়ার নাই। হত্যাকাণ্ডের শিকার পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement