১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক বিদ্যালয়ের ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৮৯ জনই অনুত্তীর্ণ

-


আসন্ন এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের এপ্রিলে। ইতোমধ্যে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের ফরম ফিলআপ শুরু হয়েছে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসাগুলোতে। তবে টেস্ট পরীক্ষায় অকৃতকার্যের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে বিপত্তি।

উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসা সরেজমিন জানা গেছে, চলতি বছরের নভেম্বরে এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের নেয়া টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুল মাদরাসায় রেকর্ডসংখ্যক পরিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রতিদিনই অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ফরম ফিলআপের জন্য স্কুল ক্যাম্পাসে ভীড় করছেন। অপরদিকে রেকর্ড সংখ্যক ছাত্র-ছাত্রী অকৃতকার্য হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও পড়েছে ইমেজ ফঙ্কটে।

গত মঙ্গলবার সকালে উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯৪ জন ছাত্র-ছাত্রী টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদরে মধ্যে মাত্র দুইজন ছাত্র এবং তিনজন ছাত্রী কৃতকার্য হয়। বাকি ৮৯ জনই অকৃতকার্য।
পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০১ জন এসএসসি শিক্ষার্থীর মধ্যে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয় মাত্র ৪৬ জন। সরিকল স্কুলে ১০৮ জন শিক্ষার্থী টেস্ট পরীক্ষা দেয়। উত্তীর্ণ কতজন এ বিষয়ে প্রতিষ্ঠাণের প্রধান শিক্ষক মোবাইল ফোনে জানাতে রাজি হলেন না। পরে জানা গেছে অকৃতকার্যের সংখ্যা এতো বেশি যে তারা আবার টেস্ট পরীক্ষা নিয়েছেন।

সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৭ জন কৃতকার্য হয়। মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে ১৫৪ জনের মধ্যে ৯৬ জন কৃতকার্য। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও বিগত বছরের তুলনায় এবার অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি।
এ বিষয়ে একাধিক শিক্ষক জানান, স্কুলে উপস্থিতি কম, লেখাপড়ায় অমনোযোগীসহ নানা কারণে টেস্ট পরীক্ষায় এবার অকৃতকার্যদের সংখ্যা বেশি। এ বিষয়ে গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির জানান, অভিভাবক ও শিক্ষকদের যৌথ প্রচেস্টায়ই সম্ভব শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল জানান, ১৩ ডিসেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা পুনরায় সঠিকভাবে নেয়া হবে। তাতে যেসব শিক্ষার্থীরা কৃতকার্য হতে পারবে শুধু তাদেরকেই ফরম ফিলআপ করানো হবে।


আরো সংবাদ



premium cement