গুম খুন ও নির্যাতনের বিচার দাবি
- নয়া দিগন্ত ডেস্ক
- ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সাবেক সরকারের আমলে সব গুম, খুন, হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার আলোচনা সভা, মানববন্ধন ও র্যালিতে এ দাবি জানানো হয়।
খুলনা ব্যুরো জানায়, মানবাধিকার সংগঠণ ‘অধিকার’ খুলনা ইউনিটের উদ্যোগে খুলনা প্রেস ক্লাবের সামনে গতকাল মানববন্ধন ও মিছিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন পতিত শেখ হাসিনা সরকারের সময় গুমের শিকার দুইজনের পরিবার এবং পুলিশ কর্তৃক চোখ তুলে নেয়া একজনের পরিবার। খুলনার ফোকাল পার্সন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠানে অধিকারের বিবৃতি পাঠ করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার সাংবাদিক কে এম জিয়াউস সাদাত।
বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব এহতেশামুল হক শাওন, জাতীয় মুক্তি কাউন্সিলের খুলনার আহবায়ক এম হুমায়ুন কবির, খুলনা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, সাতক্ষীরা জেলা নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, গুমের শিকার সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোখলেসুর রহমান জনির বৃদ্ধ বাবা শেখ আব্দুর রাশেদ, নগরীর নিরালা কাশেম নগর এলাকার গুমের শিকার আবুল কালাম আজাদ বাবুর ভাই জাহাঙ্গীর হোসেন লিখন, পুলিশ কর্তৃক চোখ উপড়ানো ক্ষুদ্র ব্যবসায়ী শাহজালাল হাওলাদার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মিরাজুল ইসলাম ইমন।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান আলোচক ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক নজরুল ইসলাম। সভা উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, নাসিরনগর সরকারি কলেজের মেইন গেটে মানববন্ধন কর্মসূচিতে নাসিরনগর সরকারি কলেজ সদস্য সচিব খাইরুল বাশার রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সাবেক যুগ্ম-আহ্বায়ক তাকিউল ইসলাম, শরীফ ভূঁইয়া, তোফায়েল আহমেদ, সদস্য ফারুক খান, কলেজ শাখা সাবেক যুগ্ম-আহ্বায়ক নিজা আলম, শাকিল সিদ্দিক ছাত্রদলনেতা কাসেম, মামুন, কিবরিয়া, মঈন, ডালিম, উবাইদুল, মঞ্জু, তপু, নাজমুল, ইয়াছিন, মালেক, ইমন প্রমুখ।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, জাতীয় মানবাধিকার ইউনিটির আদমদীঘি শাখার আয়োজনে আদমদীঘি উপজেলার হাজী তাছের আহমেদ মহিলা কলেজ গেটের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বাসস্ট্যান্ড চত্বর প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। এতে জাতীয় মানবাধিকার ইউনিটির আদমদীঘি শাখার সভাপতি রশিদুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইদ্রিস আলী। বিশেষ অতিথি ছিলেন, আদমদীঘি সদর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আহসান হাবীব তুহিন, ইউনিয়ন যুব জামায়েতের নেতা আতিক, নুর সিদ্দিক ও মুক্তার, সংগঠনের গাজীউল ইসলম, হান্নান আহম্মেদ, আব্দুল গফুর, শাহজান আলী শেখ, আবু সাঈদ, রুহুল আমীন, ডা: আনোয়ার, আবুল কালাম, ফরিদুল ও ফিরোজ প্রমুখ।
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটি ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ডুমুরিয়া প্রেস ক্লাবের সামনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ডুমুরিয়া শাখার সভাপতি আব্দুল কাইউম জমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি মাসুদ রানা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। আলোচনা করেন সদর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির বুলু, শহিদুল ইসলাম, শাহাজান জমাদ্দার, মইদুল ইসলাম খান, আবু বকর মোল্যা প্রমুখ।
মুলাদী (বরিশাল) সংবাদদাতা জানান, মুলাদী সরকারি কলেজের ছাত্রদলের উদ্যোগে গতকাল সকাল ১০টায় সরকারি মুলাদী কলেজ ছাত্রদল মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস খানের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী।
পীরগাছা-কাউনিয়া (রংপুর) সংবাদদাতা জানান, পীরগাছা সরকারি কলেজ ছাত্রদল শাখার আয়োজনে দুপুরে মানববন্ধন ও র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগাছা উপজেলার ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জিসানুর রহমান জনি, ইমতিয়াজ উদ্দিন সেতু, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম মিঠু, সালমান, রাকিব হাসান প্রান্তিক, ছাত্রদলের নেতা, রাশেদ মিয়া, সিনিয়র সভাপতি ফজলুর রহমান, বাবু, সোহেল, রাকিব, আবিদ হাসান, শিমন, শামিম সরকার, মাহি, রিতু, রাজ, পাপন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা