১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পিঠা বিক্রি করেই সংসার চলে জোসনা বেগমের

পিঠা বিক্রি করেই সংসার চলে জোসনা বেগমের -

কনকনে শীতের সকাল। কুয়াশার চাদরে আবৃত পুরো দেশ। ঠিক এ সময়ই প্রচণ্ড শীত উপেক্ষা করে সূর্য উদয়ের পূর্বেই পিঠা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন জোসনা। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পিঠা বানিয়ে বিক্রি করা। স্কুলে অধ্যয়নরত ছোট ছোট ছেলে মেয়েসহ অভিভাবকরাও প্রতিদিন সকাল সকাল তার দোকান থেকে পিঠা কিনতে ভিড় করে থাকে। স্কুল খোলার দিনেই শুধু পিঠা বিক্রি করেন এই নারী।
জোসনা বেগমের বাড়ি উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামে। পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে প্রভাতী কিন্ডারগার্টেনের সামনেই তার পিঠার দোকান। তার স্বামী অলি উল্লাহ নিজেও প্রতিদিন বিকেলে বাড়ির পাশে মির্জাপুর বাজারে পিঠা বিক্রি করেন। দুজনের পিঠা বিক্রির আয়েই চলে তাদের সংসার।
জানা যায়, দরিদ্র জোসনা নিজের বাবার বসত ভিটায় একটি ঘর বানিয়ে বসবাস করেন। তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। বছর খানেক আগে মেয়েকে বিয়ে দিয়েছেন। দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রী মিলে পিঠা বিক্রি করছেন। শীতের মৌসুমে পিঠা বিক্রি করেন। বাকি সময় তারা লাকড়ির ব্যবসা করেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, স্কুলের সামনে বসেই তিনি পিঠা তৈরি এবং বিক্রি করছেন। স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় লোকজনসহ পিঠা কিনতে ভিড় করছেন তার দোকানে। তার দোকানে ছোট সাইজের একটি চিতই পিঠা পাঁচ টাকা, বড় সাইজ ১০ টাকা, ডিম চিতই ২০ টাকা এবং গুড় ও নারিকেলের তৈরি ভাপা পিঠা ১০ টাকা করে বিক্রি করছেন। প্রভাতী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক খুরশিদ উদ্দিন জানান, বিদ্যালয়ের সামনে জোসনা বেগমের পিঠার দোকানটি দীর্ঘদিন ধরে রয়েছে, এতে তার জীবিকা নির্বাহের পাশাপাশি আমার স্কুলের ছাত্র-ছাত্রীরাও শীতের দিন গরম গরম পিঠা খাওয়ার স্বাদ পাচ্ছে।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল