১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাঁশখালীতে লবণের মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

-

চট্টগ্রামের বাঁশখালী উপকূলে লবণের মাঠের দখল নিয়ে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার সরল ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় লবণের মাঠের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ ও আহতরা হলেন- সাইফুল ইসলাম, নেজামুদ্দিন, জয়নাল আবেদীন, ইসমাঈল, নোমান উদ্দিন, নেছার উদ্দিন, মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ ছরওয়ার, আব্দুল খালেক, মিনহাজ উদ্দীন। তাদের সবাইকে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুলিবিদ্ধ পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি বলে তিনি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement