পানছড়ি-খাগড়াছড়ি সড়ক দ্রুত সংস্কারের দাবি
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পানছড়ি হতে খাগড়াছড়িসহ সারাদেশের সাথে যোগাযোগের অন্যতম সড়কটি পুনঃনির্মাণ বা সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে পানছড়ি উপজেলার জনসাধারণসহ স্থানীয় বিভিন্ন সংগঠন একত্রে এ মানববন্ধন করে।
খাগড়াছড়ির পানছড়ি সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষক ইউসুফ আদনান, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দীরুল আলম রাজু, পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মনির হোসেন, সিএনজি ও মাহিন্দ্র সমিতির সভাপতিসহ স্থানীয় সুশীল সমাজের নেতারা।
বক্তারা বলেন, খাগড়াছড়ি-পানছড়ি সড়কটি জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়কের বেহাল দশার কারণে প্রতিদিন হাজারো মানুষ দুর্ভোগের শিকার হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা