২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফুলবাড়ীতে শীতের তীব্রতা, পুরনো কাপড়ের দোকানে ভিড়

-

দেশের উত্তরের সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গত কয়েক দিন ধরে তীব্র শীত, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দিনমজুর ও খেটেখাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। শীত থেকে রক্ষা পেতে পুরনো কাপড়ের দোকানগুলোতে চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের ভিড় এখন চোখে পড়ার মতো।
গতকাল মঙ্গলবার সরেজমিন উপজেলার অস্থায়ী পুরনো কাপড়ের দোকানে গিয়ে দেখা যায়, বয়স্কদের জন্য সোয়েটার, কোট, ব্লেজার, মাফলার এবং ছোটদের বিভিন্ন সাইজের শীতের পোশাক বিক্রি হচ্ছে বেশ। মেয়েদের সোয়েটার ১৫০ থেকে ৫০০ টাকায়, ছেলেদের জ্যাকেট ৩৫০ থেকে ৮০০ টাকায়, ছোটদের পোশাক ১০০ থেকে ৫০০ টাকায়, মাফলার ১০০ থেকে ১৫০ টাকায় এবং গরম টুপি ১০০ থেকে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন সাইজের কম্বল ২০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
কাপড় ব্যবসায়ী নুর হোসেন জানান, গত কয়েক দিন তীব্র ঠাণ্ডায় সাধারণ মানুষের মধ্যে শীতবস্ত্রের চাহিদা বেড়ে গেছে। তবে তীব্র শীত ও ঘন কুয়াশায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের শীতের পোশাক। উপজেলার ফুটপাথের দোকানে শীতের পোশাক কিনতে আসা তাহমিনা বলেন, ফুটপাথের দোকানগুলোতে শীতের পোশাকের দাম তুলনামূলক কম। তাই শিশুদের জন্য আমি ফুটপাথ থেকেই শীতের পোশাক কিনে থাকি।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, উত্তরের হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। কুড়িগ্রামে মঙ্গলবার সকালে তাপমাত্রা রের্কড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বর মাসে জেলাজুড়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


আরো সংবাদ



premium cement