২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজাপুরে নিম্নমানের ব্লক দিয়ে সড়ক নির্মাণ

রাজাপুরে সড়কে বসানোর আগেই ভেঙে যাচ্ছে ব্লক : নয়া দিগন্ত -

ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের পাড়গোপালপুর গ্রামের চৌকিদারবাড়ি থেকে মোল্লাবাড়ি এক কিলোমিটার ব্লক সড়কে নিম্নমানের ভাঙাচোরা সামগ্রী ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা যথাযথভাবে কাজ করার দাবি জানালেও কোনো ফল পায়নি।
স্থানীয় সোহেল, রিপন, জসিম, রিয়াজ ও রাজু অভিযোগ করে জানান, সড়কটিতে নিম্নমানের ভাঙাচোরা সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ব্লকগুলো যথাস্থানে এনে রাখার সময়ই ভেঙে যাচ্ছে। যে ব্লক দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে, তা বেশিদিন টিকবে না। তাছাড়া এলোমেলা ভাবে ব্লক দিয়ে কোনোমতে দায়সাড়া কাজ করা হচ্ছে। হাত দিয়ে চাপ দিলেই ব্লক ভেঙে যায়। পানি না দিয়ে এবং সঠিকভাবে না বসিয়ে কোনোমতে বালু ছিটিয়ে ব্লক সাজিয়ে দায় সারছে। এলজিইডির কর্মকর্তা কর্মচারিদের ম্যানেজ করেই কোনোমতে কাজ চালিয়ে যাচ্ছে। আর এ কারণে এলজিইডির কর্মকর্তা কর্মচারিরা মাঝে মধ্যে এসে লোক দেখানো তদারকি করে যায়।
এ কাজ চলার সময় তদারকিতে এলজিইডির কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিত থাকার কথা থাকলেও কাউকেই পাওয়া যায়নি। রেজিং ব্লকগুলো প্রতিষ্ঠিত কোম্পানির ব্যবহারের কথা থাকলেও তা লোকাল ভাবে তৈরি। যে কারণে কোনো কোম্পানির মনোগ্রাম নেই ও ইউনি ব্লকগুলোও সঠিক মানসম্মত নয়, যে কারণে হাত দিয়ে চাপ দিলেও ভেঙে যায়।
জানতে চাইলে ঠিকাদার মাহমুদ হোসেন জানান, বর্তমানে ব্লকের সঙ্কট রয়েছে। ব্লকের জন্য বরিশালের এক ব্যবসায়ীকে টাকা দেয়া ছিল, তাই তার কাছ থেকে ওই ব্লক আনতে বাধ্য হয়েছি। ব্লকগুলো একটু খারাপ, পরবর্তীতে ওই ব্লক আর অনবো না। এ কাজে এক কোটি ৫ লাখ টাকা বরাদ্দ বলেও সাংবাদিকদের জানান ঠিকদার।
উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মণ্ডল জানান, দুই/এক দিনের মধ্যেই ভাঙাচোরা ব্লক পরিবর্তন করে দেয়া হবে। প্রায় এক কিলোমিটার এ কাজ ঝালকাঠির ঠিকাদার মাহমুদ হোসেন করাচ্ছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ও বিস্তারিত পরে জানাবেন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
সুনামগঞ্জে বোরো ধান আবাদে দুশ্চিন্তায় কৃষক চকরিয়া-কক্সবাজার মহাসড়কে হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় ডাকাতি ও ছিনতাই বৃদ্ধি আড়াই বছরেও শুরু হয়নি কার্যক্রম, চাহিদার অর্ধেক পানিও পাচ্ছে না নগরবাসী ঝুঁকি নিয়ে কক্সবাজারে ছুটছে ট্রেন লোহাগড়ায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঢেঁকির ছন্দময় শব্দ আর শোনা যায় না গ্রামবাংলায় সৌদি আরবে বন্দিদশা থেকে বাড়ি ফিরলেন সিলেটের ৩ ভাই পাইকগাছায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প গোয়াইনঘাটে চুরির অপবাদে গণপিটুনিতে যুবক নিহত নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে জামালপুর শিক্ষা প্রশাসনের বান্দরবানের লামায় দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে ১৬টি বসতবাড়ি

সকল