২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাউখালীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

-

পিরোজপুরের কাউখালীতে দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শংকর কুণ্ডু নামে এক দিনমজুর নিহত হয়েছে।
জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার আমরাজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের মৃত চিত্তরঞ্জন কুণ্ডুর ছেলে শংকর কুণ্ডু কাউখালী থেকে ট্রলারে সন্ধ্যা নদী পার হয়ে সোনাকুর ফেরিঘাটে যাওয়ার পথে অপর দিক থেকে আসা আরেকটি ট্রলার ধাক্কা দেয়। এতে শংকর গুরুতর আহত হন। ট্রলারে থাকা অন্য যাত্রীরা তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান।
কাউখালী থানার ওসি মো: সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরো সংবাদ



premium cement