জামালগঞ্জে হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণে গণশুনানি
- সুনামগঞ্জ প্রতিনিধি
- ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জামালগঞ্জ উপজেলার হালির হাওর, শনির হাওর ও মোহালিয়া হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণে ২৩টি পিআইসি গঠনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেহেলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হাওরের কৃষকদের নিয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, সদস্যসচিব পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি, গণ্যমাণ্য প্রতিনিধি আব্দুল মালিক, ফখরুল আলম চৌধুরী, গণমাধ্যম প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও বেহেলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন প্রমুখ।
গণশুনানি শেষে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, আপনাদের যৌক্তিক মতামতের ভিত্তিতে কাবিটা নীতিমালা অনুযায়ী কৃষকদের মধ্য থেকে যাচাই-বাছাই করে পিআইসি গঠন করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা