পরশুরামে বালু উত্তোলন বন্ধে অভিযান
- ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা
- ১০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ফেনীর পরশুরামে ভারত সীমান্তবর্তী মুহুরী নদীতে গতকাল সোমবার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স।
জানা গেছে, ফেনীর পরশুরামে ভারত সীমান্তবর্তী মুহুরী নদীতে দীর্ঘদিন ধরে কয়েকটি সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বালু উত্তোলনের কারণে নদীগর্ভে বাংলাদেশের বিস্তীর্ণ ভূমি বিলীন হয়। জুলাই-আগস্টের বিপ্লবের পরও পরশুরামে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও অসন্তোষ ছিল। গতকাল বিজিবির মজুমদারহাট বিওপি এলাকার সীমান্ত পিলার হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউরখুমা এলাকায় মহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৫টি মেশিনসহ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
ভারত সীমান্তবর্তী বাংলাদেশের ভূমি রক্ষায় মুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, বিজিবি ৪ ফেনীর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা