২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ

-

ইউএনও’র অপসারণ দাবি
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সন্ত্রাসী আখ্যা প্রদানকারী সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে জামায়াত নেতাকর্মী ও সুশীল সমাজ। রোববার সকালে জামায়াতে ইসলামী সারিয়াকান্দি পৌর শাখা ও সুশীল সমাজের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া একই দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সারিয়াকান্দি উপজেলা শাখার ব্যানারে হাসপাতাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের সামনে শেষ হয়।

কমিটি গঠন
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
গণঅধিকার পরিষদের যুব সংগঠন যুব অধিকার পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ৩৮ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে দেলোয়ার হোসেনকে, সাধারণ সম্পাদক করা হয়েছে নাজমুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আমিনুল হক সেলিম ভূঁইয়াকে। শুক্রবার যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান স্বারিত এক বিজ্ঞপ্তিতে কমিটির সবার নাম ঘোষণা করা হয়।

কৃষকদলের সমাবেশ
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ঘাটাইলে কৃষকদলের উদ্যোগে রোববার কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাগরদিঘি ইউনিয়নের সাগরদিঘি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাগরদিঘি ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: নূরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন কুষকদলের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা কৃষকদলের সভাপতি দিপু হায়দার খান।

কর্মশালা
গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘আধুনিক অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালা রোববার কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রো ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস ও কর্মশালার রিসোর্স পারসন সাবেক অতিরিক্ত সচিব মো: আলাউদ্দিন।

ছাত্রদলের বিক্ষোভ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারসহ তিনদফা দাবি আদায়ের জন্য রোববার সকালে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে ছাত্রদল। এ দাবি বাস্তবায়নে ছাত্রদলের বিভিন্ন শাখার যৌথ উদ্যোগে বোরবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে ফিরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি সমাবেশে মিলিত হয়।

আর্থিক সহায়তা
বগুড়া অফিস
বগুড়া সদরের সাবগ্রামের ক্ষিদ্রধামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। রোববার বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে ভুক্তভোগীদের সান্তনা ও আর্থিক সহায়তা দেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, মালতিনগর সাংগঠনিক থানা আমির অধ্যাপক আব্দুস সালাম তুহিন, সেক্রেটারি আব্দুল হাদি শফিক, বাঘোপাড়া সাংগঠনিক থানা আমির অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।

৯ স্বর্ণেরবার উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা বিজিবির টহলদল দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণেরবারসহ একজনকে আটক করেছে। রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে দর্শনা বিজিবির টহল দল ওইদিন বিকেলে দর্শনা ডুগডুগি রাস্তায় এ্যাম্বুস করে। এ সময় রুহুল আমিন (২০) এক যুবক বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল থেকে ৯টি স্বর্ণেরবার (১ কেজি ১৭৮ গ্রাম) উদ্ধার করা হয়।

আলোচনা সভা
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের বাজার এলাকায় জামায়াতে ইসলামীর ইউনিট গঠন করা হয়েছে। রোববার রাতে উপজেলা সদরের হামিদা প্লাজায় এ ইউনিট গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি নূর ছিদ্দিকীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আহসান হাবীব পল্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন আমির ইদ্রিস আলী, সেক্রেটারি রশিদুল ইসলাম রিপন প্রমুখ।


আরো সংবাদ



premium cement