কটিয়াদীতে মেজর আখতারের রোষানলে নিঃস্ব কলেজ শিক্ষক
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাবেক এমপি মেজর (অব:) আখতারুজ্জামানের রোষানলে পড়ে এক কলেজ শিক্ষক মানবতার জীবনযাপন করছেন। ১০ বছর ধরে বন্ধ রাখা হয়েছে তার বেতনভাতা। ঘটনাটি কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজের। মেজর আখতার ওই কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি। ভুক্তভোগী শিক্ষক মো: আবুল মুনসুর ওই কলেজের গণিত বিষয়ের সহকারী অধ্যাপক।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স-মাস্টার্সে প্রথম শ্রেণি পেয়ে ১৯৯৫ সালে ওই কলেজে যোগদান করেন। মেধার যোগ্যতায় ২০১৪ সালের ১ নভেম্বর তিনি পদোন্নতি পান সহকারী অধ্যাপক পদে। জীবনের এ সময়টুকু ছিল তার সাজানো গোছানো। এরপর হঠাৎ করেই তার জীবনে নেমে আসে অন্ধকার। কলেজ গভর্নিং বডির সভাপতি মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জন রুষ্ট হন তার ওপর। মিথ্যা যৌন হয়রানির অভিযোগে প্রথমে চাকরি থেকে সাময়িক বরখাস্ত ও পরবর্তীতে অপসারণ করে কলেজ। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সরকারি অংশের বেতন শিট থেকে তার নাম বাদ দেয়া হয় এবং ব্যাংক থেকে বেতন উত্তোলন বন্ধ করে দেয়া হয়। কিন্তু ঢাকা বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন কমিটির ২০১৫ সালের ২০ এপ্রিলের সভায় আবুল মুনসুরকে সমুদয় প্রাপ্য বেতনভাতাসহ স্বপদে বহালের জন্য সিদ্ধান্ত দেয়া হয়। কলেজ গভর্নিং বডি তাকে পুনর্বহাল না করে পুনরায় আপিল করলে বোর্ড পূর্বের সিদ্ধান্ত বহাল রাখে। এরপরও দীর্ঘ ৯ বছর ধরে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি কলেজ গভর্নিং বডি।
এদিকে চাকরিবিহীন অবস্থায় দীর্ঘ ১০ বছর ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে তার স্ত্রী তাকে ছেড়ে গেছেন। এ সময়ে অন্যত্র চাকরি হলেও সেসব স্থানে যোগদান করার জন্য কলেজ থেকে অনুমতিপত্রও তাকে দেয়া হয়নি। এমনকি মেজর (অব:) মো: আখতারুজ্জামান রঞ্জন তার লোকজন দিয়ে পিটিয়ে তার বাম হাত ও বাম পা অচল করে দিয়েছেন। ফলে তছনছ হয়ে গেছে তার সাজানো গোছানো জীবন। সব হারিয়ে এখন তিনি নিঃস্ব।
এ রকম পরিস্থিতিতে স্বাভাবিক জীবনে ফেরার জন্য তার প্রাপ্য বেতনভাতা পরিশোধ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেন আবুল মুনসুর। শনিবার দুপুরে জেলা শহরের গৌরাঙ্গ বাজারে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি ন্যায়বিচার দাবি করেন।
অভিযোগের ব্যাপারে মেজর (অব:) আখতারুজ্জামান রঞ্জনের সাথে যোগাযোগ করা হলে নয়া দিগন্তকে তিনি বলেন, ‘নারীঘটিত বিষয়ের কারণে তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। পরে ঢাকা বোর্ড তার পক্ষে সিদ্ধান্ত দিলে এর বিরুদ্ধে আমরা হাইকোর্টে গিয়েছি। সেখানে বিষয়টি বিচারাধীন। যদি রায় তার পক্ষে আসে, তবে তিনি বেতনভাতাদি পাবেন।’
সংবাদ সম্মেলনে মো. আবুল মুনসুরের দাবির প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এএসএম আজিজুর রহমান ভূঞা, সাধারণ সম্পাদক নাজমুল আলম এবং কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মো. আবু লায়েছ ভূঞা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা