অবৈধ পথে লিবিয়া গিয়ে নিখোঁজ ২৪ যুবক
- শরীয়তপুর প্রতিনিধি
- ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে দালালের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে নিখোঁজ হয়েছেন শরীয়তপুর-মাদারীপুরের ২৪ তরুণ ও যুবক। এখন নিঃস্ব হয়ে হতাশায় ডুবে আছে দেশে তাদের বাবা-মা ও পরিবার। নিখোঁজ ও যুবকরা এখন কোথায় আছেন, কী অবস্থায় আছেন জানা নেই পরিবারের। গতকাল রোববার বেলা ১২টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লিবিয়া থেকে নিখোঁজ হওয়া সন্তানদের ফিরে পাওয়ার দাবিতে স্বজনরা এবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী নিখোঁজদের স্বজনরা জানান, শরীয়তপুরের আংগারিয়া ইউনিয়নের তুলাতলা গ্রামের নূর ইসলাম খানের ছেলে মানবপাচারকারী কামরুজ্জামান টুন্নু খাঁ ও রাসেদ খাঁর মাধ্যমে ইতালির উদ্দেশ্যে গ্রাম ছেড়েছিল তুলাতলার ১৫ জন ও পাশর্^বর্তী মাদারীপুরের ৯ যুবক। অবৈধ পথে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর কথা ছিল তাদের। কিন্তু লিবিয়াতে মাফিয়া চক্রের হাতে পড়ে গত ২২ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন তারা।
ইতালি পৌঁছে দেয়ার কথা বলে দালাল কামরুজ্জামান টুন্নু খাঁ ও রাসেদ খাঁ ভুক্তভোগী প্রত্যেক পরিবার থেকে নিয়েছেন ১২ থেকে ১৮ লাখ টাকা। ওই ২৪ যুবক নিখোঁজ হওয়ার পর দালালরাও গ্রাম ছেড়ে পালিয়েছে। পরিবার আইনের আশ্রয় নেয়ার চেষ্টা করলে এখন উল্টো তাদের নামেই মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছে দালাল কামরুজ্জামান টুন্নু খাঁ ও রাসেদ খাঁর লোকজন।
নিখোঁজরা হলেন- শরীয়তপুরের তুলাতলা এলাকার চরচটাং গ্রামের রফিক মোড়ল, শামীম কাজী, মিরাজ ওজা, চর নেয়ামাতপুর গ্রামের আতিকুর রহমান, রাশিদুল ইসলাম, সিরাজ মৃধা, দক্ষিণ ভাষাণচর গ্রামের দিদার হোসেন, আমিনুল ইসলাম, ফারুক সরদার, দরিচর দাদপুর গ্রামের জাফর শেখ, কদমতলী গ্রামের শাহিন শিকদার, দক্ষিণ মধ্যপাড়া গ্রামের আল আমিন, চর যাদবপুর গ্রামের সাইদ মোল্লা, শহিদুল ফরাজী ও স্বর্ণঘোষ গ্রামের আল আমিন ফকির। এছাড়া, মাদারীপুরের ত্রিভাগদি গ্রামের শাহজাহান হাওলাদার, জাফরাবাদ গ্রামের দিপু শিকদার, সূর্যমনি গ্রামের সাইফুল ইসলাম, জাগির গ্রামের পারভেজ খান, চাপাতলী গ্রামের সরদার সাকেবুল, নতুন বাজার গ্রামের আলনিদ রিমন মোল্লা, সিয়াম হাওলাদার, নাহিদ বেপারী ও ডাসার থানার নাইম হোসেন বেপারী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা