২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিএনপির কর্মশালায় তারেক রহমান

সব শ্রেণী-পেশার মানুষের কারণেই আন্দোলন সফল হয়েছে

-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আন্দোলন করেছি, বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছেন। তবে বিএনপির একক আন্দোলনে এটি সফল হয়নি। আরো অনেকগুলো রাজনৈতিক দল, সমাজের সব শ্রেণী-পেশার মানুষ একত্রে নেমে এসেছিল বলেই আন্দোলন সফল হয়েছে।
তিনি বলেন, ঠিক সেইভাবে এখন দেশকে গড়তে হবে। একাজ বিএনপি একা পারবে না। দেশকে পুনর্গঠন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল রোববার সন্ধ্যায় বরিশাল নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি দেয়া সমাপনী বক্তব্যে একথা বলেন তারেক রহমান।
কর্মশালায় উপস্থিতি নেতাদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের ৩১ দফাই শেষ না, অবশ্যই এখানে নতুন জিনিস ইনক্লুড করা যাবে। কোনো ব্যক্তি, কোনো সংগঠন, কোনো দল যদি ভালো প্রস্তাবনা দেয় অবশ্যই সেটি আমরা গ্রহণ করব। কিন্তু যা কিছু আমরা করব, ঐক্যবদ্ধভাবে করব।
বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ৩১ দফা প্রণয়ন কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মজিবর রহমান সরোয়ার, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement